ঈদ পুনর্মিলনী-২০২৫

সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির আয়োজনে সড়ক ভবনে আগামী ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার “ঈদ পুনর্মিলনী-২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ব্যান্ড শিল্পী, বিশিষ্ট সংগীত শিল্পী, নৃত্যশিল্পী, কৌতুক শিল্পী, হাউজি, আকর্ষণীয় র‍্যাফেল ড্র, বাচ্চাদের ফান গেমসহ গালা ডিনার এর ব্যবস্থা থাকবে।

উক্ত আয়োজনে আপনাকে শুধুমাত্র স্পাউস ও সন্তানসহ উপস্থিত থাকার জন্য সাদরে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

অনুষ্ঠানসূচি:

  • বিকাল ৪.০০-৫.০০ ঘটিকা: অতিথিদের আগমন ও অভ্যর্থনা, ফটো সেশন ও স্ন্যাকস
  • বিকাল ৫.১৫-৬.১৫ ঘটিকা: হাউজি 
  • সন্ধ্যা ৬.৪৫-১০.০০  ঘটিকা: সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র 
  • রাত ১০.০০ ঘটিকা: ডিনার